ডেস্ক নিউজ।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিশ্বের শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে তিনি দেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর প্রস্তাব দিয়েছেন।
গত ১৯ ফেব্রুয়ারি মাস্ককে পাঠানো এক চিঠিতে এই আমন্ত্রণ ও প্রস্তাব দেওয়া হয়। চিঠিতে বলা হয়, বাংলাদেশ সফরের মাধ্যমে মাস্ক দেশের তরুণ-তরুণীদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন, যারা এই প্রযুক্তির অন্যতম সুবিধাভোগী হবে।
অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, স্টারলিংক চালু হলে বিশেষ করে দেশের উদ্যমী যুবসমাজ, গ্রামীণ নারী এবং অনগ্রসর জনগোষ্ঠী বৈপ্লবিক পরিবর্তনের সুযোগ পাবে। তিনি তাঁর উচ্চপর্যায়ের প্রতিনিধি খলিলুর রহমানকে স্পেসএক্সের সঙ্গে সমন্বয় করে আগামী ৯০ কার্যদিবসের মধ্যে স্টারলিংক চালুর প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।
এর আগে, ১৩ ফেব্রুয়ারি ইউনূস ও মাস্কের মধ্যে ফোনালাপ হয়। এতে বাংলাদেশে স্টারলিংক সেবা চালুর সম্ভাবনা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।