নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি। অভয়নগর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সেবাকেন্দ্র সমূহে কর্তৃপক্ষের বিশেষ ব্যবস্থাপনায় কেন্দ্রগুলো খোলা রেখে জরুরীসেবা অব্যাহত রেখেছে। মানবিক দিক বিবেচনা করে ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির মধ্যেও জরুরীসেবা কার্যক্রম চালু রাখে কর্তৃপক্ষ।
শুক্রবার বিকালে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহসীন রেজা জানান, দীর্ঘ এই ছুটির মধ্যে ৩৭জন গর্ভবতী মা কে গর্ভকালীন সেবা প্রদান, একটি স্বাভাবিক প্রসব সেবা ও ১৫জন মাকে প্রসব পরবর্তী সেবা প্রদান করা হয়েছে। তাছাড়া ২৫জন কিশোর-কিশোরীকে সেবা প্রদান, ২জন দম্পতিকে আইইউডি, ৭জনকে ইনজেকশন, ১৫জনকে খাবারবড়ি ও ২২জনকে কনডম সরবরাহের মাধ্যমে সেবা প্রদান করা হয়েছে।