1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
অভয়নগরে সন্ত্রাসীদের গুলিতে কৃষকদলের নেতা তরিকুল নিহত - টেলিগ্রাফ বাংলাদেশ
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচনের পর সরকারে অংশ নেবেন না: ইউনূস দুর্নীতির দায়ে আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট কির্চনারের ৬ বছরের সাজা বহাল ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন আসছে-ড. ইউনূস ‘২০টি টার্গেট, ছয়টি ভূপাতিত’-পাকিস্তানের শক্তি-শান্তি বার্তা বোয়ালমারীতে রাজনৈতিক দ্বন্দ্বে রক্তপাত, নিহত ভ্যানচালক বাঘারপাড়ায় পেট্রোল কেনাকে কেন্দ্র করে পাঁচ জনকে কুপিয়ে জখম অভয়নগরে পৃথক দুটি ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার শরণখোলায় নির্বাচন অফিসের কর্মচারীর  আত্মহত্যা ব্র্যাক এন্টারপ্রাইজে ‘রিজিওনাল সেলস ম্যানেজার’ পদে নিয়োগ: আবেদন ১৮ জুন পর্যন্ত রাজশাহীতে রেল অবরোধ: অচল যোগাযোগ, দুর্ভোগে যাত্রীরা

অভয়নগরে সন্ত্রাসীদের গুলিতে কৃষকদলের নেতা তরিকুল নিহত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২৬ জন খবরটি পড়েছেন
Oplus_131072

স্টাফ রিপোর্টার। অভয়নগরের নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি মো. তরিকুল ইসলামকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। বৃহস্পতিবার (২২ মে)সন্ধ্যার পূর্ব মুহুর্তে উপজেলার ডহর মশিয়াহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তরিকুল ইসলাম সরদার অভয়নগর পৌরসভাধীন ধোপাদি এলাকার বাসিন্দা।

নিহত তরিকুল ইসলামের বন্ধু হাফিজুর রহমান জানান, কে বা কারা মোবাইল ফোনে মাছ ঘেরের চুক্তিপত্র করার জন্য তরিকুল ইসলামকে ডেকে নিয়ে যায় সন্ত্রাসীরা। মাছ ঘেরের চুক্তিপত্র করার জন্য তরিকুল ইসলাম সেই অনুযায়ী তরিকুল ইসলাম মিষ্টি নিয়ে হাজির হয়েছিলেন। তখন তরিকুলের সঙ্গে সুমন নাম একজন সহকারী ছিলেন।তরিকুল ডহর মশিয়াহাটি গ্রামে গেলে সন্ত্রাসীরা তাকে জিম্মি করে পিন্টু বিশ্বাসের বাড়ির একটি ঘরে নিয়ে তাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি করে এবং এলোপাতাড়ি কুপিয়ে হত্যা নিশ্চিত করে ফেলে রাখে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে চরম আতংকের সৃষ্টি হয়।এই ঘটনার পর উত্তেজিত লোকজন ডহর মশিয়াহাটি এলাকার জনৈক পিন্টুর বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়েছে।

স্থানীয়রা জানান, তরিকুলের মাথায় তিন রাউন্ড গুলি করা হয়েছে, শরীরে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। মৃত্যু নিশ্চিত করতে ইঁট দিয়ে তার মাথা থেঁতলে দেওয়া হয়েছে।ঘটনাস্থলের বাড়িটি পিন্টু বিশ্বাসের বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন। আশপাশে মাত্র চারটি বাড়ি আছে। রাত ৮টার দিকে বাড়িগুলো ফাঁকা ছিল। যে ঘরে তরিকুলকে খুন করা হয়েছে, সেখানে দুটি পাসপোর্ট পেয়েছেন স্থানীয়রা। একটি অমর বিশ্বাসের ছেলে বিশ্বজিৎ বিশ্বাসের, অন্যটি ধীরেশ্বর বিশ্বাসের স্ত্রী দুর্গারানী বিশ্বাসের। স্থানীয়রা বলেছেন যে, দুর্গারানী হলেন পিন্টু বিশ্বাসের মা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সাড়ে ৮টার সময় নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশের গাড়ীতে তোলা হয়। অভয়নগর থানার ওসি মো. আবদুল আলিম জানান, খবর পেয়ে আমিসহ পুলিশ ঘটনাস্তলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করা হয়েছে। এবং আলামত সংগ্রহ করা হচ্ছে। তাছাড়া হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের বিভিন্ন ইউনিট
অভিযান শুরু করেছে।ওসি আব্দুল আলিম স্থানীয় সাংবাদিকদের বলেছেন, খুনিদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে। ইতোমধ্যে সন্দেহভাজন দুইজনকে পুলিশ আটক করেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews