1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
সীমান্তে উত্তেজনা: কুড়িগ্রামে ১৪ ভারতীয়কে পুশ ইন করল বিএসএফ - টেলিগ্রাফ বাংলাদেশ
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান,বাঘারপাড়ায় উদ্ধার ২ কোটি টাকার স্বর্ণ জিয়াউর রহমান ও তারেক রহমানের অবমাননাঃ ইবি ক্যাম্পাস বিক্ষোভে উত্তাল ‘৪৮ লাখ টাকা ডোনেশনের দাবি মিথ্যা, এটি ব্যক্তিগত সুবিধা না পাওয়ার জের’: এনসিপি নেতা ইমামুর রশিদ ডাম্বুলায় দাপুটে জয়, সিরিজে সমতায় বাংলাদেশ দুই লাল কার্ড, পাঁচ গোল আর শেষ মুহূর্তের নাটক- নেপালকে হারালো বাংলাদেশ গাজায় পানির জন্য দাঁড়ানো লাইনে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৬ শিশু ১.২ পেটাবিট/সেকেন্ড গতিতে বিশ্ব রেকর্ড গড়ল জাপান: ইন্টারনেট এখন কল্পনার চেয়েও দ্রুত! চাঞ্চল্যকর সোহাগ হত্যা মামলার দুই আসামী দুর্গাপুর থেকে গ্রেপ্তার কারামুক্তি ২৯ জনের: সাজা রেয়াত পেয়ে ঘরে ফিরলেন ২৯ বন্দি! উপকূলীয় মানুষের জীবনে স্বস্তির পরশ দিয়েছে “ব্লু-ইকোনমি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্প’’

সীমান্তে উত্তেজনা: কুড়িগ্রামে ১৪ ভারতীয়কে পুশ ইন করল বিএসএফ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৬ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

ভারতের আসাম রাজ্যের বাসিন্দা ১৪ জনকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার ভোরে ১০৬৭ নম্বর সীমান্ত পিলারের ‘নো ম্যান্স ল্যান্ড’ এলাকা দিয়ে এ ঘটনা ঘটে।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বড়াইবাড়ী ক্যাম্পে রাখা হয়েছে এবং তাঁরা কোন দেশের নাগরিক তা যাচাই–বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আটক ১৪ জনের মধ্যে ৯ জন পুরুষ এবং ৫ জন নারী রয়েছেন।

ভুক্তভোগীদের দাবি, তাঁরা আসামের বাসিন্দা এবং বিএসএফ তাঁদের হাতে বাংলাদেশি ২০০ টাকা, একটি পানির বোতল ও খাবারের প্যাকেট ধরিয়ে দিয়ে জোর করে সীমান্ত পার করে পাঠায়। কেউ রাজি না হলে নির্যাতন চালানো হয়। তাঁদের একজন, খায়রুল ইসলাম, নিজেকে আসামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বলে পরিচয় দেন এবং জানান, তাঁকে আগে গোয়ালপাড়ার মাটিয়া ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল।

এ ঘটনা ঘিরে সীমান্ত এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, পুশ ইন ঠেকাতে বিজিবি ও এলাকাবাসী সীমান্তে অবস্থান নিলে বিএসএফ চারটি গুলি ছোড়ে। একই সময়ে ভারতের আকাশসীমা থেকে বাংলাদেশের আকাশে ড্রোন ওড়ানো হয় এবং সীমান্তে ভারী অস্ত্র তাক করে ভয় দেখানো হয়।

তবে বিজিবি গুলির বিষয়টি অস্বীকার করলেও উত্তেজনার কথা স্বীকার করেছে। পতাকা বৈঠকের প্রস্তাব দেওয়া হলেও বিএসএফ তাতে সাড়া দেয়নি।

এ বিষয়ে কুড়িগ্রাম–৪ আসনের সাবেক এমপি রুহুল আমীন বলেন, “বিএসএফ জোর করে ১৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে। আমরা এলাকাবাসী ও বিজিবি প্রতিবাদ করলে রাবার বুলেট ছোড়ে ও ভয় দেখানোর চেষ্টা করে।”

বর্তমানে আটক ব্যক্তিরা বড়াইবাড়ী বিজিবি ক্যাম্পে রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে তাঁদের নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews