বিডিটেলিগ্রাফ ডেস্ক।
সৌদি আরবের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের তিন আলেম। এক সপ্তাহের ব্যবধানে খণ্ডকালীন শিক্ষক হিসেবে তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে দায়িত্ব নেন। নিয়োগ পাওয়া আলেমরা হলেন— মাওলানা শরীফ আহমাদ আল মাদানি, মাওলানা এরশাদুর রহমান এবং মাওলানা মোশাহিদ দেওয়ান।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সর্বশেষ নিয়োগ পাওয়া শরীফ আহমাদ আল মাদানি জানান, “আমরা তিনজন বাংলাদেশি একই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার সুযোগ পেয়েছি। এটি আমাদের জন্য গর্বের।”
মাওলানা শরীফ বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ হাদিস বিভাগে পাঠদান করবেন। তিনি ১৪ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু করবেন। অন্যদিকে এরশাদুর রহমান আরবি ভাষা শিক্ষা ইনস্টিটিউটে এবং মোশাহিদ দেওয়ান শরিয়াহ বিভাগে ইতোমধ্যেই পাঠদান শুরু করেছেন।
তিন আলেমেরই রয়েছে মদিনা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ শিক্ষাজীবনের অভিজ্ঞতা। হবিগঞ্জের শরীফ আল মাদানি ২০১২ সালে উচ্চশিক্ষার জন্য সৌদি আরবে যান এবং অনার্স, মাস্টার্স ও এমফিল শেষে বর্তমানে পিএইচডি গবেষণা চালিয়ে যাচ্ছেন। তিনি এক দশকেরও বেশি সময় ধরে মসজিদে নববী একাডেমিতে শিক্ষকতা করছেন।
কক্সবাজারের টেকনাফের সন্তান এরশাদুর রহমান আরবি ভাষা বিভাগ থেকে অনার্স ও এমফিল সম্পন্ন করে বর্তমানে পিএইচডি করছেন। তাঁর এমফিল গবেষণার বিষয় ছিল ‘বাংলা ভাষায় আরবি ভাষার প্রভাব’। এটি মদিনা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা নিয়ে প্রথম একাডেমিক গবেষণা হিসেবে স্বীকৃতি পায়।
নারায়ণগঞ্জের মোশাহিদ দেওয়ান ২০১৬ সালে সৌদি সরকারের বৃত্তি নিয়ে মদিনা যান। আরবি ভাষা ও ভাষাতত্ত্ব বিভাগ থেকে পড়াশোনা শেষ করে বর্তমানে এমফিল গবেষণার শেষ পর্যায়ে আছেন। দেশে পড়াশোনার সময় তিনি দাওরাতুল হাদিস পরীক্ষায় জাতীয় মেধাতালিকায় স্থান পান।
শিক্ষা ও গবেষণায় নিজেদের দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা এখন বিশ্বখ্যাত মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন, যা বাংলাদেশের জন্য একটি বড় অর্জন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।