1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চাঁদা না দেওয়ায় হামলা, কোটি টাকার মাছ লুট: ‘প্যান্ডামিক ফিশারিজ’ কর্তৃপক্ষের অভিযোগ - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা বাউফলে পরকীয়া সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যা, থানায় আত্মসমর্পণ স্বামীর পাল্টে যাচ্ছে কক্সবাজার-চট্টগ্রাম রুটের ট্রেনের সময়সূচি নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল বেগমগঞ্জে, আটক ৪ ফরিদপুরে কালী-মন্দিরে প্রতিমা ভাঙচুর, তদন্তে সেনাবাহিনী-পুলিশ বসুন্ধরায় নিষিদ্ধ ছাত্রলীগের ‘গোপন বৈঠকে’ ২২ জন গ্রেপ্তার, সেনা মেজর জিজ্ঞাসাবাদে শুল্ক কমে ২০ শতাংশ, বাংলাদেশের কূটনৈতিক সাফল্য ১২ জেলায় দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে ১২ কিলোমিটার হেঁটে ত্রাণ পাওয়ার পরেই গুলিবিদ্ধ: গাজায় ছোট্ট আমিরের করুণ মৃত্যু জুমার দিনের শ্রেষ্ঠ আমল: দরুদে সিক্ত হোক প্রতিটি মুহূর্ত

চাঁদা না দেওয়ায় হামলা, কোটি টাকার মাছ লুট: ‘প্যান্ডামিক ফিশারিজ’ কর্তৃপক্ষের অভিযোগ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৯ জন খবরটি পড়েছেন

সাতক্ষীরা সংবাদদাতা।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার একটি মাছচাষ প্রকল্প ‘প্যান্ডামিক ফিশারিস লিমিটেড’ অবৈধভাবে দখল হয়ে যাওয়ার অভিযোগ এনে এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রকল্পটি পুনরুদ্ধার ও দুষ্কৃতকারীদের শাস্তির দাবি জানিয়েছে। বুধবার (৩০ জুলাই) শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. আব্দুল্যাহ আল-কাইয়ুম এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এএম সাইদুর রহমান ৩১২ জন জমির মালিকের কাছ থেকে এক হাজার বিঘার বেশি জমি ১৫ বছরের চুক্তিতে নিয়ে ২০২০ সাল থেকে প্রকল্প পরিচালনা করছেন। এনআরবিসি ব্যাংক থেকে নেওয়া ১৬ কোটি টাকা লোন এবং নিজস্ব বিনিয়োগে এ প্রকল্প গড়ে তোলা হয়।

কিন্তু চাঁদা না দেওয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল এবং সাবেক জাতীয় পার্টি নেতার ছেলে সালাউদ্দিন শাওনের নেতৃত্বে একটি চক্র প্রকল্পটি দখল করে নেয় বলে অভিযোগ করেন কাইয়ুম। এ ঘটনায় শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি এবং সাতক্ষীরা যুগ্ম জেলা জজ ২য় আদালতে একটি দেওয়ানি মামলা করা হয়।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরও বলা হয়, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত ১৬ থেকে ১৯ জুলাই পর্যন্ত দফায় দফায় হামলা ও লুটপাট চালানো হয়। হামলাকারীরা শতাধিক পুকুরে বেড় ও খেপলা জাল ফেলে প্রায় ১০-১২ কোটি টাকার মাছ এবং প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

প্রজেক্টের সাইড ম্যানেজার আলমগীর কবির হামলার ঘটনায় ৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭০/৮০ জনকে আসামি করে মামলা করেন। তবে মামলার অনেক আসামি জামিন না নিয়েই প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করা হয়। ঘটনাস্থলে একাধিকবার পুলিশ ও সেনাবাহিনী গেলেও হামলাকারীরা পুনরায় আক্রমণ চালায়।

প্রকল্পের ম্যানেজার কাইয়ুম বলেন, “এটি শুধু একটি প্রকল্প দখলের ঘটনা নয়, বরং সরকারের উন্নয়ন কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র। আমরা প্রশাসনের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews