নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরের চন্ডিপুর গ্রামে রেশমা খাতুন (২০) নামের এক তরুনী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে শ্যামনগর পৌরসভার চন্ডিপুর এলাকায় এ ঘটনা ঘটে। রেশমা খাতুন একই গ্রামের করিম গাজী মেয়ে।
রেশমা খাতুনের চাচাতো ভাই আবুল কালাম জানান, সে মানসিক প্রতিবন্ধী ছিল, সঠিকভাবে কথা বলতে পারতো না। সোমবার সন্ধ্যায় বাড়ির কাউকে না জানিয়ে রেশমা এক আত্মীয়ের বাসায় চলে যায়। মঙ্গলবার সকালে তার পিতা তাকে বাড়িতে নিয়ে এসে বকাবকি করলে বেলা সাড়ে ১২ টার দিকে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শাকির হোসেন পরীক্ষা নিরীক্ষা করে রেশমাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্লা বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।