দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৩১ জন মারা গেছেন । এই সময়ে ১৩ হাজার ১৫৪ জন আক্রান্ত হয়েছেন ।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকালের চেয়ে করোনা সংক্রমণ কমেছে দশমিক ০৬ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ২৯ দশমিক ৭৭ শতাংশ। আজ তা কমে হয়েছে ২৯ দশমিক ১৭ শতাংশ।
আজ ৩১ জনসহ এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪২৫ জনে।
গত ২৪ ঘন্টায় ৪৫ হাজার ৯৩ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৩ হাজার ১৫৪ জন।
দেশে এখন পর্যন্ত ১ কোটি ২৫ লাখ ২৩ হাজার ৭৭৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৮ লাখ ১১ হাজার ৯৮৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৭০ হাজার ৯৩৪ জন।