বিডীটেলিগ্রাফ ডেস্ক।।
ইরাকের উত্তর কুর্দি আঞ্চলিক রাজধানী ইরবিলে রোববার ইরানের বিপ্লবী গার্ডস কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। এতে ইরবিলে মার্কিন স্থাপনাগুলো ক্ষতি হলেও প্রথম দিকে কোনও বড় হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কুর্দিস্তান অঞ্চলের নিরাপত্তা বাহিনী । তবে কুর্দিস্তান ২৪ টিভি ভবন ক্ষতিগ্রস্ত হয়। রয়টাস
রোববার ইরানের বিপ্লবী গার্ডস, ইরাকের উত্তর কুর্দি আঞ্চলিক রাজধানী ইরবিলে আঘাতকারী এক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দায় স্বীকার করেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই হামলাটি ইরবিলে ইসরায়েলের ‘কৌশলগত কেন্দ্র’ বিরুদ্ধে ছিল। বিপ্লবী গার্ড বিবৃতিতে বলেছে, ইসরায়েলের কোনো আক্রমণের পুনরাবৃত্তি কঠোর, নিষ্পত্তিমূলক এবং ধ্বংসাত্মক প্রতিক্রিয়ার সাথে মোকাবেলা করা হবে।