বিডিটেলিগ্রাফ ডেস্ক।।
শুক্রবার রাশিয়া পশ্চিম ইউক্রেনের একটি অস্ত্র স্টোরেজ সাইটে প্রথমবারের মতো তার নতুন কিনজল হাইপারসনিক মিসাইল নিক্ষেপ করে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানায়, হাইপারসনিক অ্যারোব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ কিনজল এভিয়েশন মিসাইল সিস্টেম ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলের ডেলিয়াটিন গ্রামে ক্ষেপণাস্ত্র এবং বিমানের গোলাবারুদের একটি বিশাল ভূগর্ভস্থ গুদাম ধ্বংস করেছে।
২০১৮ সালে এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে পুতিনের উন্মোচন করা নতুন অস্ত্রগুলির একটি ছিল কিনজল ক্ষেপণাস্ত্র। রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন কিনজল ক্ষেপণাস্ত্রকে ‘একটি আদর্শ অস্ত্র’ বলে অভিহিত করেছেন। ক্ষেপণাস্ত্রটি শব্দের ১০ গুণ গতিতে উড়ে বায়ু-প্রতিরক্ষা ব্যবস্থাকে অতিক্রম করতে পারে।