ডেস্ক রিপোর্ট।।
চীনের গনমাধ্যমের খবর দিয়েছে, সে দেশের গুয়াংশী প্রদেশে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের এই বিমানটিতে ১৩৩ জন যাত্রী ছিল। হতাহতের বিস্তারিত এখনো জানা যায়নি।
দেশটির জাতীয় গণমাধ্যম খবর জানাচ্ছে, বোয়িং ৭৩৭ মডেলের এই বিমানটি একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হলে বনভূমিতে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় । বিমানটি উঝু প্রদেশের টেং কাউন্টির কাছে বিধ্বস্ত হয়। উড়োজাহাজটিতে ১২৩ জন যাত্রী ও ৯ জন ক্রু ছিল।
গুয়াংঝুর পথে থাকা ফ্লাইট এমইউ৫৭৩৫এর স্থানীয় সময় দুপুর সোয়া ১ টায় কুনমিং ত্যাগ করার কথা ছিল।
সিসিটিভি-র খবরে বলা হচ্ছে ওই এলাকায় উদ্ধারকর্মীদের মোতায়েন করা হয়েছে। বিমানটির অবস্থান জানা যায়নি।