ডেস্ক রিপোর্ট।।
৩৭০ ফুট দীর্ঘ অ্যালিগেটর শ্রেণীর ল্যান্ডিং শিপ ‘ওরস্ক’ নামের এ রুশ জাহাজটি থেকে ইউক্রেনে অস্ত্র খালাসের সচিত্র প্রতিবেদন প্রচার করা হচ্ছিল রাশিয়ার সরকারি টেলিভিশনে। এখন পশ্চিমা মিডিয়াগুলোতে সেই জাহাজ বিধ্বস্তের ছবি ফলাও করে প্রচার করা হচ্ছে। ডেইলি মেইল
ইউক্রেনের বার্ডিইয়ানস্ক বন্দরে রুশ জাহাজটি নোঙ্গর করেছিল। ফুটেজে দেখা যাচ্ছে রুশ জাহাজটিতে ইউক্রেনের হামলার পর আগুন ধরে গেছে ও ধোয়ার কুণ্ডলী চারপাশে ছড়িয়ে পড়ছে।
ইউক্রেনের নৌবাহিনী জানিয়েছে তাদের আঘাতেই জাহাজটি বিধ্বস্ত হয়েছে এবং এটি রুশ প্রেসিডেন্ট পুতিনের জন্যে একটি বিব্রতকর ক্ষতি।
রুশ জাহাজটিতে হামলার পর বন্দরটির আশেপাশে থেকে আরো দুটি রুশ জাহাজ ওই এলাকা দ্রুত ত্যাগ করে। তবে এর একটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে। আমাদের সময়ডটকম