স্বামীর সঙ্গে ঝগড়া করে ১৩ তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন এক নারী। এরপর তিন বছরের মেয়েকে নিয়ে স্ত্রীর পিছু পিছু ঝাঁপ দেন পুলিশ কন্সটেবল স্বামীও। এ ঘটনায় তিন জনেরই মৃত্যু হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) আহমেদাবাদের একটি আবাসিক ভবনে এ ঘটনা ঘটেছে।
এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ঝগড়ার একপর্যায়ে এমন চরম সিদ্ধান্ত নেন গুজরাটের বাসিন্দা ওই দম্পতি। সোলা থানার পরিদর্শক এনআর ভাগহেলা বলেছেন, প্রাথমিক তদন্তে তারা এমন তথ্যই পেয়েছেন।
এ ঘটনায় মৃত্যু হওয়া কনস্টেবলের নাম কুলদীপসিংহ যাদব। তিনি বস্ত্রাপুর থানায় নিযুক্ত ছিলেন। এছাড়া তার স্ত্রী ঋদ্ধি এবং তাদের তিন বছরের মেয়ের মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, কুলদীপসিংহ যাদব তার স্ত্রী ও মেয়ের সঙ্গে গোটা এলাকায় একটি বহুতল ভবনের ১৩ তলায় থাকতেন। প্রতিবেশীরা জানিয়েছে, মেয়েকে এই দম্পতি রাত দেড়টার দিকে ১৩ তলা থেকে লাফ দিয়েছেন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ভবনের একজন বাসিন্দা দাবি করেন, ঋদ্ধি প্রথমে লাফ দেন এবং তারপর কুলদীপসিংহ যাদব তার মেয়েকে নিয়ে বিল্ডিং থেকে লাফ দেন। ভবনের একই ফ্লোরে থাকেন যাদবের বোন। তিন বলেন, তার ভাই ও স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। চ্যানেল ২৪