রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধি । দেবহাটা উপজেলার উত্তর পারুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে মানবিক ত্রাণ উন্নয়ন ও এ্যাডভোকেসি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অর্থায়নে ও সুশীলন এর বাস্তবায়নে ডেঙ্গু প্রতিরোধে নিবন্ধিত শিশুদের মাঝে মশারি বিতরণ করা হয়েছে।
শনিবার ২৬ আগষ্ট সকাল ১১ টার সময় উত্তর পারুলিয়া মৃধাপাড়া প্রাইমারি স্কুলে মশারি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পারুলিয়া ২ পিএফ এর সিডিও জোসনা বালার সভাপতিত্বে ও উঃ পারুলিয়া গ্রাম উন্নয়ন কমিটির সহ সভাপতি সাংবাদিক জিএম তারেক মনোয়ারের সঞ্চালনায় উক্ত মশারী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে পারুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা, সুশীলন এর ফ্যাসিলিটেটর প্রশান্ত দাস, রিফাত হোসেন, শামিমা সুলতানা, উঃ পারুলিয়া ভিডিসির সভাপতি মমতাজ পারভীন, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মুকুল সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
মশারি বিতরণ অনুষ্ঠানে উঃ পারুলিয়া ও সেকেন্দারা গ্রামের মোট ১৩৬ জন অসহায় শিশুর মাঝে মশারি বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা সকলের ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহবান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিশুদের যে কোন প্রয়োজনে ইউনিয়ন পরিষদে যোগাযোগ করার জন্য এবং সাধারন মানুষের সকল প্রয়োজনে ইউনিয়ন পরিষদে যাওয়ার আহবান জানান।