স্টাফ রিপোর্টার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগামী ৩১ ডিসেম্বর বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের “জুলাই বিপ্লবের ঘোষণাপত্র” প্রকাশ করবে। এই ঘোষণার মাধ্যমে, আন্দোলনটি শেখ হাসিনার শাসনামলের স্বৈরাচারী পরিস্থিতি ও ছাত্র-জনতার আকাঙ্ক্ষার প্রেক্ষিতে জুলাই বিপ্লবের পেছনের কারণগুলো তুলে ধরবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা সংবাদমাধ্যমে বলেন, “আমরা ব্যাখ্যা করবো কেন জুলাই বিপ্লবের রূপ নিল, কীভাবে এটি ঘটলো এবং ছাত্র-জনতার দাবি কী ছিল।” এছাড়া, ৯ দফা থেকে ১ দফায় আসার পেছনের কারণও জানানো হবে।
ঘোষণাটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আন্দোলনের নেতারা এবং জাতীয় নাগরিক কমিটি সহ অন্যান্য রাজনৈতিক সংগঠনের সদস্যরা। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানান, এই ঘোষণার আয়োজনের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এর প্রচারণা চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা শুরু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং অন্যান্য নেতৃবৃন্দ।