ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় এক কিশোরসহ ছয়জন নিহত হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে তারা এই এলাকায় হামলা চালিয়েছে।
ফিলিস্তিনির জেনিন এলাকা থেকে এএফপি জানায়, রামাল্লা-ভিত্তিক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বোমা হামলায় ছয়জন শহিদ ও বেশ ক’জন আহত হয়েছে।’
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ‘জেনিন এলাকায় একটি হামলা’ চালিয়েছে। তবে এ সম্পর্কিত বিস্তারিত আর কিছু জানায়নি।
ফিলিস্তিনি মন্ত্রণালয় জানিয়েছে যে নিহতদের মধ্যে মাহমুদ আশরাফ মুস্তফা ঘারবিয়া নামে ১৫ বছর বয়সী এক শিশুও রয়েছে।
রামাল্লা-ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) নিরাপত্তা বাহিনী ইসরাইলি সেনাবাহিনীর অভিযানের নিন্দা জানিয়েছে। ফিলিস্তিনি বাহিনীর মুখপাত্র আনোয়ার রজব এক বিবৃতিতে বলেন, ‘পূর্বপরিকল্পিত হস্তক্ষেপ নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার এবং জীবনযাত্রাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার সকল প্রচেষ্টা ব্যর্থ করে দেয়।’ ‘এটি আমাদের জনগণকে রক্ষা করার লক্ষ্যে প্রতিটি জাতীয় প্রচেষ্টাকে ব্যাহত করার দখলদারদের পূর্বপরিকল্পিত উদ্দেশ্যকে প্রতিফলিত করে।’ বাসস