বিলাল মাহিনী।। পাখির কাছে, ফুলের কাছে যাও
শুনে দেখো, কোন কবিতা গোলাপের মতো
কোন কবিতা সর্ষে ফুলের মতো হলুদ ছড়ায়
কোন কবিতা ঘৃণাভরা গরলের মতো
কোন কবিতা ত্রিফলার মতো তিতো!
কোনো কবিতায় কুয়াশার বিন্দু খুঁজে পাবে
কোনোটায় পাবে শৈশবের হিমেল সুড়ঙ্গ গেঁয়ো পথ
কোনো কবিতায় পাবে প্রেমের মতো মিঠে রোদ্দুর
কোনোটায় পাবে মেঘ বৃষ্টির খেলা
পাবে ভালোবাসার স্বর্গ, গালে টোল পড়া তিল
কাদামাটি মাখা কবিতা পাবে কিছু
কিছু কবিতায় মিশে আছে বন্ধুর ছায়া,
মায়ের বুকের ওম, গোয়ালের গোরু,
বিলের কৈ, মাগুর আর নদীর ইলিশের আমেজ।
কবিতায় খুঁজে পাবে, অবহেলা, বিরক্তি
হতাশা-বঞ্চনার বারতা;
পাবে- খরদুপুরের পাখির শিস, শিমের ডগায় টুনটুনি
লেজ উচিয়ে চলা কাঠবিড়ালি, ফড়িং
কবিতায় পাবে- চোখের জল, নরম রোদ
ঘুঘুর গম্ভীর ডাক, চিলের ডানা
সুর্যাস্ত, সুকতারা, চাঁদনী রাত আর
জোনাকির আলো…।