1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
গণআন্দোলনে ভূমিকার জন্য বাংলাদেশি নারীরা পেলেন মার্কিন সাহসী নারী পুরস্কার - টেলিগ্রাফ বাংলাদেশ
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন

গণআন্দোলনে ভূমিকার জন্য বাংলাদেশি নারীরা পেলেন মার্কিন সাহসী নারী পুরস্কার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ৯৭ জন খবরটি পড়েছেন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার (IWOC) পেয়েছেন বাংলাদেশে গণআন্দোলনে অংশ নেওয়া নারী শিক্ষার্থীরা। এর পাশাপাশি তারা মর্যাদাপূর্ণ ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ডেও সম্মানিত হয়েছেন।

গত শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার (১ এপ্রিল) ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস স্থানীয় সময় সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, “এই পুরস্কার শান্তি, ন্যায়বিচার, মানবাধিকার এবং নারীর ক্ষমতায়নে অবদান রাখা সাহসী নারীদের জন্য দেওয়া হয়।”

তিনি জানান, ২০০৭ সাল থেকে ৯০টিরও বেশি দেশের ২০০ জনের বেশি নারীকে IWOC পুরস্কারে ভূষিত করা হয়েছে। বিভিন্ন দেশে মার্কিন কূটনৈতিক মিশন সাহসী নারীদের মনোনীত করে, পরে পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা চূড়ান্ত তালিকা অনুমোদন করেন।

পুরস্কারপ্রাপ্তরা ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক ভিজিটর লিডারশিপ প্রোগ্রামে অংশ নেবেন এবং লস অ্যাঞ্জেলেসে নারী ও মেয়েদের ক্ষমতায়ন বিষয়ে বিশেষ কর্মসূচিতে যুক্ত হবেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews