স্টাফ রিপোর্টার।
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি যখন দেশজুড়ে মাথাচাড়া দিচ্ছে, ঠিক তখনই কারাগার থেকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন সাবেক নৌমন্ত্রী শাজাহান খান। সোমবার রাজধানীর শাহবাগে জুট ব্যবসায়ী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানিতে আদালতে হাজির করা হলে তিনি এই মন্তব্য করেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহদী হাসানের আদালতে শাজাহান খানসহ ৮ মন্ত্রী-এমপিকে হাজির করা হয়। আদালত শাজাহান খানকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। আদালতের হাজতখানা থেকে এজলাসে তোলার সময় সাংবাদিকদের মুখোমুখি হন শাজাহান খান। নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “অবশ্যই নির্বাচন করব।”
এরপরই তিনি বিস্ফোরক মন্তব্য করেন, “রাজাকাররা ক্ষমতায়, মুক্তিযোদ্ধারা এখন জেলখানায়।” এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই পুলিশ সদস্যকে হুমকি দেওয়ার অভিযোগে সমালোচনার মুখে পড়েন শাজাহান খান। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি সত্য বলেছি। যা ঘটেছে তাই বলেছি।”
শাজাহান খানের এই মন্তব্য এবং নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।