মাগুরা প্রতিনিধি।
মাগুরার শ্রীপুর উপজেলার হরিন্দি গ্রামে এক শিক্ষকের গ্রামের বাড়িতে রাতের আঁধারে দুর্বৃত্তরা হানা দিয়ে পরিবারের তিন সদস্যকে অচেতন করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৭ মে) রাতে। ভুক্তভোগী পরিবারটি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায়ের। এই বাড়িটি তার পিতা রায় হিমাংশু শিখর রায়ের। তিনি বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের শ্রীপুর উপজেলা শাখার সাবেক সভাপতি।
বুধবার (২৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে হিমাংশু শিখরের শ্যালক মনোরঞ্জন রায় বাড়িতে গিয়ে দেখতে পান, বাড়ির মূল ফটক ভেতর থেকে বন্ধ। ডাকাডাকিতে কেউ সাড়া না দেওয়ায় তিনি একটি খোলা দরজা দিয়ে ঘরে প্রবেশ করেন। সেখানে তিনি দেখতে পান, রায় হিমাংশু শিখর এক ঘরে এবং অপর ঘরে তার ভাই কিশোর কুমার রায় মধু ও তার স্ত্রী চন্দনা রায় অচেতন অবস্থায় পড়ে আছেন।
মনোরঞ্জন রায় বলেন, “ঘরের প্রতিটি কোণ লন্ডভন্ড অবস্থায় ছিল। দুর্বৃত্তরা রাতের আঁধারে ঢুকে টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিস লুট করেছে।”
পরিবারের সদস্যদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিশোর কুমার রায়ের মেয়ে অন্যনা রায় জানান, তার বাবার অবস্থা সবচেয়ে গুরুতর। তিনজনেরই জ্ঞান ফিরেছে, তবে কেউই কথা বলার মতো অবস্থায় নেই।
শ্রীপুর থানার ওসি ইদ্রিস আলী জানান, “খবর পেয়ে আমরা দ্রুত পুলিশ পাঠিয়েছি। পরিবারের সবাই অচেতন থাকায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। তবে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনা হবে।