কালীগঞ্জ প্রতিনিধি।
ঝিনাইদহের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে নায়েব আলী মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার মালিয়াট গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে নিহত নায়েব আলীর সঙ্গে একই গ্রামের ইউনুস আলীর জমি নিয়ে বিরোধ চলছিল। এদিন সকালে মালিয়াট গ্রামের মাঠে কথা-কাটাকাটির একপর্যায়ে ইউনুস ও তার ছেলে আলামিন হোসেন লাঠি দিয়ে নায়েব আলীর মাথায় আঘাত করেন। তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন বলেন, “আনার আগেই তার মৃত্যু হয়েছে।”
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, “মরদেহ হাসপাতালে রয়েছে। এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে আমরা ঘটনাটির তদন্ত শুরু করেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।