শার্শা প্রতিনিধি।
যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ মে) রাত ৯টার দিকে উপজেলার অগ্রভুলট গ্রামে অভিযান চালিয়ে বিজিবির খুলনা ২১ ব্যাটালিয়ন সদস্যরা ২টি ৯ এমএম পিস্তল এবং ২টি খালি ম্যাগাজিন উদ্ধার করে।
আটক ব্যক্তিরা হলেন শার্শা থানার পাঁচভুলোট গ্রামের আব্দুল মজিদ (৪৮) এবং একই গ্রামের ইচ্ছা সরদার (৫০)। গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে আব্দুল মজিদের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে তার স্বীকারোক্তিতে বাড়ির আঙিনার মাটি খুঁড়ে পলিথিনে মোড়ানো একটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
পরে মজিদের দেয়া তথ্যের ভিত্তিতে ইচ্ছা সরদারের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানকার গোয়ালঘর থেকে আরও একটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। বিজিবির তথ্যমতে, উদ্ধার হওয়া পিস্তল দুটি ইউএসএ-নির্মিত এবং বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা।
বিজিবির খুলনা ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, “আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে পুলিশে সোপর্দ করা হয়েছে।” তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালান রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।