দৌলতপুর প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুরে আরিফ আলী (৩০) নামের এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে হত্যা না দুর্ঘটনা—এই বিতর্ক। নিহতের পরিবার দাবি করেছে, মাদক পাচারকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোরে ডাংমড়কা-আদাবাড়িয়া সড়কের মাঠের মধ্যে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আরিফকে উদ্ধার করে হাসপাতালে নিলে সকাল ৮টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আরিফের পরিবার অভিযোগ করেছে, সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে হত্যার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে। তারা জানায়, ফেনসিডিল বহনের সময় আরিফকে অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তার সঙ্গের মাদকদ্রব্য লুট করে নেয়া হয়।
এ ঘটনায় বিলা (৪০) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, ‘‘আদাবাড়িয়া মাঠে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে পাওয়া যায়, হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে, তবে ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না দুর্ঘটনা।’’
নিহতের মা হাসিনা খাতুন অভিযোগ করেছেন, বুধবার সন্ধ্যায় সীমান্তবর্তী এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী টুকন (৩২) ও বিলা তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর তারা আরিফকে কুপিয়ে জখম করে ফেলে রাখে।
ঘটনার পর সন্ধ্যায় আরিফের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে, ক্ষুব্ধ এলাকাবাসী ও স্বজনরা লাশ নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। তারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।