মির্জাপুর প্রতিনিধি।
টাঙ্গাইলের মির্জাপুরে শুক্রবার ভোরে পামওয়েলবাহী একটি ট্রাক ডাকাতির ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা চালক ও তার সহকারীকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে ট্রাকসহ ৬০ ড্রাম তেল নিয়ে যায়।
ঘটনাটি ঘটে ভোর সাড়ে ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের শুভুল্যা অংশে। চট্টগ্রাম থেকে বগুড়ার দুপচাঁচিয়ায় যাওয়ার পথে ট্রাকটি ছিনতাইয়ের শিকার হয়।
ট্রাকচালকের সহকারী টিটু জানান, নীল রঙের একটি পিকআপ পেছন থেকে এসে তাদের ট্রাকের গতি রোধ করে। এরপর ৮ থেকে ১০ জনের একটি দল তাদের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে এবং বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র ব্যবহার করে তাদের অচল করে ফেলে। পরে তাদের চোখ ও হাত বেঁধে পিকআপে তুলে মহাসড়কের দেলদুয়ার অংশে ফেলে রেখে ট্রাকসহ তেল নিয়ে পালিয়ে যায়।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, “বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং মামলার প্রক্রিয়া চলছে।” তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।