বেনাপোল প্রতিনিধি।
যশোরের বেনাপোলে বুধবার (২ জুলাই) বিকেলে অনুষ্ঠিত এক জরুরি কর্মী সমাবেশে বিএনপি নেতারা বর্তমান সরকারের ‘দমন-পীড়নের’ বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে একটি নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের দাবি জানিয়েছেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বেনাপোল ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এই সমাবেশটি বেনাপোল পৌর বিয়ে বাড়ি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ৪ নম্বর বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি এ.এস.এম মাহাবুবুল আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম।
সমাবেশে শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তিসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রায় দুই ডজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা সরকারের দমনমূলক পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে নিরপেক্ষ সরকারের অধীনে অবিলম্বে নির্বাচন দিতে হবে। একইসঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী করে আন্দোলনে যুক্ত হওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা।