যশোর প্রতিনিধি।
যশোরে অ্যাসিড হামলায় দগ্ধ পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসা ও আইনি সহায়তার নির্দেশ দিয়েছেন। তার পক্ষে শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ নেতারা যশোর জেনারেল হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন।
দলের পক্ষ থেকে জানানো হয়, ক্ষতিগ্রস্ত পরিবার যেন দ্রুত চিকিৎসা ও ন্যায্য বিচার পায়, সে বিষয়ে তারা পাশে থাকবেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় রিপা নামে এক তরুণীর ওপর অ্যাসিড নিক্ষেপ করে জসিম নামে এক যুবক। ওই হামলায় রিপার সঙ্গে তার মা রাহেলা বেগম এবং ছোট ভাই ইয়ানুর (তৃতীয় শ্রেণির ছাত্র) দগ্ধ হন। ইয়ানুরের শরীর সবচেয়ে বেশি দগ্ধ হয় বলে জানা গেছে।
ঘটনার পর গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের নেতাদেরকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী বিএনপি নেতারা হাসপাতালে গিয়ে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন।