শ্রীমঙ্গল প্রতিনিধি।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া মোবাইল ফোন তুলতে গিয়ে বিষক্রিয়ায় চার তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
বুধবার দিবাগত রাতে উপজেলার হরিণছড়া চা বাগানে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—রানা নায়ক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। তারা সবাই চা বাগানের চা শ্রমিক পরিবারের সদস্য।
আহত রবি বুনার্জি (২০)-কে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সব্যসাচী পাল তমাল জানান, “বুধবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে চারটি মৃতদেহ আসে। এক ঘণ্টা পর আহত একজনকে নিয়ে আসা হয়। এক রিংয়ের সেপটিক ট্যাংকে এত বিষাক্ত গ্যাস জমে কীভাবে এই মৃত্যুর ঘটনা ঘটল তা অস্বাভাবিক।” তিনি আরও জানান, ময়নাতদন্ত ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে পুলিশ রাত দেড়টার দিকে অবহিত হয় এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনাটি স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি করেছে, বিশেষত একই পরিবার বা পাড়ার একাধিক তরুণের মৃত্যুকে ঘিরে।