নিজস্ব প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর গলায় ওড়না পেঁচিয়ে এক নারী আত্মহত্যা করেছে। বুধবার দিবাগত-রাত দুইটার দিকে নিজ বসত ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার ঘটনা ঘটে। মৃতব্যক্তি হলেন, উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের শেখ মইনুল ইসলাম এর স্ত্রী আমেনা খাতুন (২২)।
পারিবারিক সূত্রে জানাযায়, মৃত আমেনা খাতুন দীর্ঘদিন যাবত মানুষিক ভারসাম্যহীন ছিলেন। সকলের অজান্তে নিজ বসত ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির মোল্লা বলেন, লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে পরিবারের কোন অভিযোগ না থাকায়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।