ওমানের ধোফার গভর্নরেটের সুলতান সাঈদ বিন তাইমুর সড়কে শুক্রবার (২১ জুন) সকালে স্থানীয় সময় সাতটার দিকে মাকশন অতিক্রমের পর একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন
রয়্যাল ওমান পুলিশ (আরওপি) জানিয়েছে, এই সংঘর্ষে দুটি গাড়ি ও একটি বাস জড়িত ছিল।
নিহত পাঁচজনের মধ্যে দুইজন ওমানি নাগরিক এবং তিনজন সংযুক্ত আরব আমিরাতের নাগরিক ছিলেন।
আহত ১১ জনের মধ্যে দুইজন ওমানি এবং নয়জন আমিরাতি নাগরিক রয়েছেন, যাদের মধ্যে পাঁচজন শিশু। আহতদের সবাইকে কাছাকাছি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওমান পুলিশ দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে এবং নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। আরওপি সকল চালককে গতি নিয়ন্ত্রণ এবং সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছে যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।