ডেস্ক নিউজ।
তিব্বতের নাইংছি অঞ্চলে ব্রহ্মপুত্রের উজানে একটি মেগা জলবিদ্যুৎ প্রকল্প শুরু করেছে চীন, যা ইতোমধ্যেই প্রতিবেশী ভারতসহ আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ সৃষ্টি করেছে। চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং শনিবার (১৯ জুলাই) আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন।
ব্রহ্মপুত্র, যেটি তিব্বতে ‘ইয়ারলুং তসাংপো’ নামে পরিচিত, সেই নদীর ওপর নির্মিতব্য এই বাঁধটি হতে যাচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্রগুলোর একটি। চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী, প্রকল্পের আওতায় পাঁচটি পৃথক জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে, যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ১৬৭ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার।
চীনের পক্ষ থেকে বলা হয়েছে, এই প্রকল্পের মাধ্যমে তিব্বতের স্থানীয় বিদ্যুৎ চাহিদা মেটানো ছাড়াও অন্যান্য অঞ্চলেও বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। তবে বিশ্লেষকরা মনে করছেন, এই বাঁধের প্রভাব এতটাই বিস্তৃত হতে পারে যে এটি পূর্ববর্তী ‘থ্রি গর্জেস ড্যাম’-এর চেয়েও বড় প্রভাব ফেলতে পারে, যা ইতোমধ্যে বাংলাদেশ ও ভারতের ভাটির অঞ্চলে জীবনধারায় ব্যাপক পরিবর্তন এনেছে।
ভারত এই প্রকল্প নিয়ে আগে থেকেই উদ্বেগ প্রকাশ করে আসছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা প্রকল্পের গতিপ্রকৃতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। দিল্লি বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছে, যেন নদীর উজানে গৃহীত প্রকল্পের কারণে ভাটির দেশগুলোর জনগণের কষ্ট না বাড়ে।
এর জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, প্রকল্পটি কোনো দেশের ক্ষতি করবে না এবং ভারতসহ সংশ্লিষ্ট সকল দেশের সঙ্গে যোগাযোগ বজায় রাখা হবে বলে আশ্বস্ত করেছে তারা।
তবে প্রকল্পটি নিয়ে পরিবেশবিদরা আরও শঙ্কিত। তাঁদের মতে, তিব্বতের মতো প্রাকৃতিকভাবে সংবেদনশীল অঞ্চলে এ ধরনের মেগা অবকাঠামো প্রকল্প পরিবেশের জন্য চরম ক্ষতিকর হতে পারে।