1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মাইলস্টোনে বিমান দুর্ঘটনার পর বাহিনীর নানা উদ্যোগ - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
একদিনে দুই সূর্যগ্রহণ: মহাকাশ থেকে নাসার চোখে বিরল দৃশ্য ভোটের ভিত্তিতে ১০০ সদস্যের উচ্চকক্ষ গঠন চূড়ান্ত, বিএনপির আপত্তি বিশেষ পদ্ধতিতে “ইউনুস হটাও দেশ বাঁচাও” পোস্টার লাগানোর নির্দেশনা ছাত্রলীগের জুলাইয়ে রেমিট্যান্স বেড়ে ২৩৬ কোটি ডলার, বৃদ্ধি ৩২ শতাংশ ৩৪ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগে উদ্যোগ নিয়েছে সরকার পুলিশি তাড়ায় শিবির নেতার মৃত্যু, এসআই রাকিবুল ক্লোজ দৌলতপুরে কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে কোটি টাকার প্রতারণা, ব্যাংক হিসাব ফ্রিজ কুষ্টিয়ায় খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার আগামী পাঁচ দিনে দেশে অতি ভারি বর্ষণের আশঙ্কা

মাইলস্টোনে বিমান দুর্ঘটনার পর বাহিনীর নানা উদ্যোগ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৩৫ জন খবরটি পড়েছেন

ডেস্ক রিপোর্টঃ রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গত সোমবার (২১ জুলাই) সংঘটিত মর্মান্তিক অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় বিমান বাহিনী পরিচালিত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দুর্ঘটনায় নিহত ছাত্রছাত্রী, শিক্ষক-কর্মচারী ও অভিভাবকদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া করা হয়। এতে অংশ নেয় বাংলাদেশ বিমান বাহিনীর আওতাধীন সাতটি শাহীন কলেজ, বিএএফ শাহীন হাজী আশরাফ আলী স্কুল ও ব্লও স্কাই স্কুলের শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীরা।

আজ শুক্রবার (২৫ জুলাই) আইএসপিআর থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, এ দুর্ঘটনায় যে সকল কোমলমতি ছাত্রছাত্রী, শিক্ষক-কর্মচারী ও অভিভাবক প্রাণ হারিয়েছে, তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া এখনও যারা ঢাকার বিভিন্ন হাসপাতালে দগ্ধ/আহত অবস্থায় মৃত্যুর সাথে যুদ্ধ করে যাচ্ছে, তাদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। এই আয়োজনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় সেই দুই মহান শিক্ষিকাকে, যাঁরা আগুনের মুখে দাঁড়িয়ে সন্তান সমতুল্য শিক্ষার্থীদের বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেন। শ্রদ্ধার সঙ্গে আরও স্মরণ করা হয় সেই সকল সাহসী শিক্ষার্থীকেও, যারা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে বন্ধুদের উদ্ধারে এগিয়ে এসেছে। উল্লেখ্য যে, উক্ত বিশেষ দোয়া ও মোনাজাতে বিমান বাহিনী পরিচালিত সকল স্কুল কলেজের অধ্যক্ষগণসহ শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও বলা হয়, মাইলষ্টোন ট্রাজেডিতে দগ্ধ/আহত এবং চিকিৎসাধীন সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের চিকিৎসার তদারকি ও যাবতীয় সার্বিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে বাংলাদেশ বিমান বাহিনী  ইতিমধ্যেই একটি ২৪ ঘন্টা জরুরী সেবা সহায়তা প্রদান কেন্দ্র স্থাপন করেছে (রুম নং: ৮১১, যোগাযোগ নম্বর (০১৭৬৯-৯৯৩৫৫৮)। ইতিমধ্যেই বিমান বাহিনীর দুজন সদস্য আহত শিক্ষার্থী ও অন্যান্য ব্যক্তিদের চিকিৎসা সহায়তায় রক্তদান করেছে। একইভাবে সম্মিলিত সামরিক হাসপাতালেও (সিএমএইচ, ঢাকা)  চিকিৎসাধীন রোগীদের চিকিৎসা তদারকি ও সার্বিক সহায়তা প্রদান করা হচ্ছে (জরুরি নম্বর সিএমএইচ ০১৮১৫-৯১২৬১৭)।

বাংলাদেশ বিমান বাহিনী বিশ্বাস করে সকলে একত্রে ধৈর্য ধারণ করে নিয়োজিত দায়িত্ব সুষ্ঠভাবে পালন করলে এই সংকটময় অবস্থা থেকে উত্তরণ সম্ভবপর হবে। বাংলাদেশ বিমান বাহিনী সবসময়ই দেশের জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ববোধ অব্যাহত রাখবে।

প্রসঙ্গত, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বড় ধরনের হতাহতের ঘটনায় সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে। শতাধিক আহতের তথ্য জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।  এ ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করেছে সরকার। এছাড়াও নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় আজ দেশের সকল মসজিদে বাদ জুম্মা দোয়া-মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয় সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা করতে বলা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews