বিডিটেলিগ্রাফ ডেস্ক।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক নির্দেশনায় জানিয়েছে, একজন গ্রাহক এখন থেকে সর্বোচ্চ ১০টি সিম ব্যবহার করতে পারবেন। এর বেশি সিম থাকলে তা ৩০ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ারে গিয়ে ডি-রেজিস্ট্রার করতে হবে।
বিটিআরসি আরও জানিয়েছে, *১৬০০১# ডায়াল করে গ্রাহক নিজ নামে নিবন্ধিত সিমের তথ্য জানতে পারবেন। জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক অনুশীলনের কথা বিবেচনায় রেখে মে মাসে সিদ্ধান্তটি নেওয়া হয়, যা ডাক ও টেলিযোগাযোগ বিভাগ অনুমোদন দিয়েছে। নতুন এই নিয়মে প্রায় ২৬ লাখ গ্রাহকের ৬৭ লাখ সিম বন্ধ করতে হবে।