বিডিডেস্ক ডেস্ক।
পূর্বাচলে ৬০ কাঠা জমি বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ছয়টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে মামলাগুলোর আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন। আগামী ১১ আগস্ট সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।
আসামিদের মধ্যে আছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, ভাগ্নি টিউলিপ সিদ্দিক, রাজউকের সাবেক ও বর্তমান কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও শেখ হাসিনার সাবেক একান্ত সচিব।
দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম জানিয়েছেন, সব আসামিকে পলাতক দেখানো হয়েছে এবং আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
জমি বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত ১২, ১৩ ও ১৪ জানুয়ারি মামলা করে দুদক। ২৫ মার্চ অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি। এর আগে ১৩ ও ১৫ এপ্রিল আদালত শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন।
প্রতিটি মামলায় শেখ হাসিনাকে আসামি করা হয়েছে, যেখানে রাজউক ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা প্রতিটি মামলায় অভিযুক্ত।