বিডিটেলিগ্রাফ ডেস্ক।
নাসার সোলার ডাইনামিকস অবজারভেটরি (এসডিও) স্যাটেলাইট ২৫ জুলাই একদিনে দুটি সূর্যগ্রহণের বিরল দৃশ্য ধারণ করেছে। বাংলাদেশ সময় সকাল ৮টা ৪৫ মিনিটে প্রথমে চাঁদ এবং দুপুর ১২টা ৩০ মিনিটের পর পৃথিবী সূর্যের আড়ালে আসে।
জিওসিনক্রোনাস কক্ষপথে থাকা এসডিওর এআইএ টেলিস্কোপে ধরা পড়ে সূর্যের প্রায় দুই-তৃতীয়াংশ চাঁদের ছায়ায় ঢাকা পড়ে। এতে সূর্যের নিম্ন বায়ুমণ্ডল ও উজ্জ্বল করোনাল লুপগুলো স্পষ্টভাবে দেখা যায়।
নাসা এই ঘটনাকে ‘লুনার ট্রানজিট’ হিসেবে পূর্বাভাস দিয়েছিল, যা ২০১০ সালে উৎক্ষেপিত এসডিও প্রথমবার এমনভাবে ধারণ করল।