ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জে রাস্তার পাশ থেকে মো. তাজুল ইসলাম (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সদর উপজেলার বত্রিশ আমলীতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তাজুল ইসলাম কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বগাদিয়া গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন।
নিহতের স্বজনদের বরাত দিয়ে ওসি জানান, মঙ্গলবার সকালে তাজুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে রাতে ফিরে যাননি। আজ সকালে রাস্তার পাশে তার মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।পূর্ববিরোধের জের ধরে ঘটনাটি ঘটে থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।