রংপুর প্রতিনিধি।
রংপুরের গঙ্গাচড়ায় নিখোঁজের একদিন পর বালুর গর্ত থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ডাঙ্গী পাইকান গ্রামে এই ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া শিশুদের নাম মারুফ মিয়া (৬) ও আবদুর রহমান (৭)। তারা স্থানীয় নগরবন্দ বড়াইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী।
৫ আগস্ট সকালে স্কুল বন্ধ থাকায় তারা খেলতে বের হয়ে আর ফেরেনি। খোঁজাখুঁজির পর বুধবার দুপুরে প্রথমে মারুফের মরদেহ পাওয়া যায়—তার গলায় রশি ও প্লাস্টিক বোতল বাঁধা ছিল। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আবদুর রহমানের মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয়ভাবে সন্দেহ হওয়ায় এক ব্যক্তি বালুর গর্তে খোঁজ শুরু করলে প্রথম শিশুর দেহ মেলে। পরিবারের সদস্যদের দাবি, শিশুদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
গঙ্গাচড়া থানার ওসি আল এমরান বলেন, মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে।