পটুয়াখালী জেলার কুখ্যাত ও শীর্ষ মাদক ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম (৫৩) ও মো. আবু বকর সিদ্দিক (৩০)-কে ইয়াবাসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অভিযানকালে তাদের কাছ থেকে মোট ৩৫৫ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৮ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়।বুধবার (৭ আগস্ট ২০২৫) সকাল ৮টা ৩০ মিনিট এবং ১০টায় পৃথক দুটি অভিযানে এই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এতে অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, “ক” সার্কেল, পটুয়াখালী। অভিযানে অধিদপ্তরের উপপরিচালক মো. হামিমুর রশিদের সার্বিক তত্ত্বাবধান এবং পরিদর্শক মো. শফিক উর রহমানের নেতৃত্বে দলটি অংশ নেয়।