নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরে অস্ত্র গুলি সহ তিন জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী কালিগঞ্জ ক্যাম্পের সদস্যরা গত বুধবার বিকাল ৪টার সয়ম উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারের কুতুব উদ্দীনের চায়ের দোকান থেকে তাদের আটক করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১টি একনলা বন্ধুক ও ১৪ রাউন্ড গুলি, ৩টি বার্টুন ফোন এবং ৩টি স্মার্ট ফোন উদ্ধার করে।
আটক কৃত ব্যক্তিরা হলেন, উপজেলার কালিঞ্চী গ্রামের আবু দাইদ গাজীর ছেলে রবিউল ইসলাম (৪৫), তারানীপুর গ্রামের আঃ সবুর শেখের ছেলে আলমগীর হোসেন বাবু (৩৭), গোলাখালী গ্রামের মৃত সিয়াম উদ্দিন মোল্লার ছেলে জামিরুল ইসলাম জামু (৫৫)।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও আইনী প্রক্রিয়া শেষে বাংলাদেশ সেনাবাহিনী কালিগঞ্জ ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার সময় আসামী ও জব্দকৃত মালামাল শ্যামনগর থানায় হস্তান্তর করেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবির মোল্লা জানান, সেনাবাহিনী অস্ত্র গুলি সহ তিনজনকে থানায় হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে সকালে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।