ঢাবি প্রতিনিধি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব হল থেকে প্রকাশ্য ও গুপ্ত ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। শুক্রবার (৮ আগস্ট) মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘোষণা দেয়।
উপাচার্য জানান, হল পর্যায়ে ছাত্ররাজনীতি নিয়ে ২০২৪ সালের ১৭ জুলাই হল প্রভোস্টদের নেওয়া সিদ্ধান্ত বহাল থাকবে এবং রাজনীতি নিয়ন্ত্রিত থাকবে। রাত ২:৫০ মিনিটে প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ ঘোষণা দেন, “আজ থেকে ঢাবির সব হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ।”
শুক্রবার সকালে ছাত্রদলের হল কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। বিকেল থেকে নারী শিক্ষার্থীদের পাঁচটি হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ও কমিটিতে পদপ্রাপ্তদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ হয়। রাত ১টার দিকে রোকেয়া হলের শিক্ষার্থীরা গেটের তালা ভেঙে বিক্ষোভে যোগ দেন, যা পরে অন্যান্য হলের প্রায় ৫০০ শিক্ষার্থীকে যুক্ত করে রাজু ভাস্কর্য পর্যন্ত বিস্তৃত হয়।
রাত ১:২০ মিনিটে বিক্ষোভকারীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে আলোচনার পর ঘোষণা দেওয়া হলে রাত ৩টার দিকে শিক্ষার্থীরা হলে ফিরে যান।