চুয়াডাঙ্গা প্রতিনিধি।
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯ কেজি ভারতীয় দানাদার রুপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঈশাড়ার মোড়ে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের সদস্যরা এই অভিযান চালান।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তিকে থামার নির্দেশ দিলে তারা পাটক্ষেতে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলের ভেতরে অভিনব কায়দায় লুকানো ৮ কেজি ৯০০ গ্রাম দানাদার রুপা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২২ লাখ টাকা।
এ ঘটনায় নায়েব সুবেদার মো. আব্দুস সাত্তার দামুড়হুদা থানায় সাধারণ ডায়েরি করেছেন। জব্দকৃত রুপা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।