বিডিটেলিগ্রাফ ডেস্ক।
আজ ১৫ আগস্ট, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিনে ধানমন্ডি ৩২ নম্বরে একদল বিপথগামী সেনাসদস্য বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করে। নিহতদের মধ্যে ছিলেন তাঁর স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল, দুই পুত্রবধূ, ভাই শেখ আবু নাসের, নিকট আত্মীয় এবং নিরাপত্তা কর্মকর্তারা। সেদিন শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান।
১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু করে। ১৯৯৮ সালে ১৫ জনকে মৃত্যুদণ্ড দেয় আদালত, পরে উচ্চ আদালত ১২ জনের দণ্ড বহাল রাখে। এ পর্যন্ত ৬ জনের ফাঁসি কার্যকর হয়েছে, ৫ জন এখনো পলাতক।
দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনামলে আওয়ামী লীগ ১৫ আগস্টকে কেন্দ্র করে মাসব্যাপী কর্মসূচি পালন করলেও ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এ দিন সরকারি ছুটি বাতিল হয়। একই বছরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে দুই দফা হামলা ও ধ্বংসযজ্ঞ চালানো হয়।
ষাটের দশকের শেষ দিকে বঙ্গবন্ধু তাঁর নেতৃত্বগুণে জাতীয় রাজনীতিতে অগ্রগণ্য হয়ে ওঠেন। ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণে তিনি বাঙালির স্বাধীনতার সংগ্রামের দিকনির্দেশনা দেন, যা মুক্তিসেনাদের প্রেরণার উৎস হয়ে ওঠে।