রাজশাহি প্রতিনিধি।
রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামনশিকড় গ্রামে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে বাড়ি থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—মিনারুল ইসলাম (৩০), তাঁর স্ত্রী মনিরা খাতুন (২৮), ছেলে মাহিম (১৪) ও মেয়ে মিথিলা (৩)। স্থানীয় সূত্রে জানা যায়, এক ঘরের বিছানায় মনিরা ও মিথিলার লাশ, পাশের ঘরের বিছানায় মাহিমের লাশ এবং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মিনারুলের লাশ পাওয়া যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে দুটি চিরকুট উদ্ধার করেছে, যা নিহত মিনারুলের লেখা বলে স্বজনরা নিশ্চিত করেছেন। চিরকুটে মিনারুল লিখেছেন, তিনি প্রথমে স্ত্রী ও সন্তানদের হত্যা করে পরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মৃত্যুর কারণ হিসেবে তিনি ঋণের বোঝা ও খাদ্যাভাবে হতাশা উল্লেখ করেছেন।
চিঠিতে আরও উল্লেখ রয়েছে, পরিবারের অন্য সদস্যদের বেঁচে থাকার কষ্টের কথা ভেবে তিনি সবাইকে হত্যা করেছেন এবং পুলিশের সম্ভাব্য ফাঁসানোর আশঙ্কায় ঘটনা স্বীকার করে চিঠি রেখে গেছেন।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।