নওয়াপাড়া পৌর (যশোর) প্রতিনিধি।
অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা সানা আব্দুল মান্নানকে (৬২) গ্রেফতার করা হয়েছে। শনিবার ভোর রাতে উপজেলার চলিশিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
অভয়নগর থানার ওসি মো. আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করেন।
সানা আব্দুল মান্নান চলিশিয়া গ্রামের মৃত জাফর সানার ছেলে। পুলিশ জানায়, ২০২৪ সালের ১০ডিসেম্বর দায়ের করা একটি নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নানকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। যার মামলা নং-৭।
এ ব্যাপারে অভয়নগর থানার ওসি মো. আব্দুল আলীম বলেন, নাশকতার মামলায় চলিশিয়া ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান।
জানা গেছে, ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সানা আব্দুল মান্নান নৌকা প্রতীকের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। যে কারণে তাকে অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতির পদ থেকে সরিয়ে দেয়া হয়েছিল।