দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে ৪৭ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়ন। এ সময় প্রায় ১০ কোটি ৭১ লক্ষ ১৭ হাজার ২ শত টাকা মূল্যের অস্ত্র, মাদক এবং অন্যান্য চোরাচালানী মালামাল আটক করেছে তারা।
শনিবার (১৬ আগস্ট) বেলা ১২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (১৬ আগস্ট) ভোরে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৩/১১-এস হতে আনুমানিক ১৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সীগঞ্জ নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশী নাগরিক মোঃ সিনবাদ আলী (২৭) এবং মোঃ মিন্টু হোসেন (২৯) কে ২টি বিদেশি পিস্তল,২টি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ৯০ বোতল ফেন্সিডিল এবং ২০ বোতল এসএসডিসহ (৫০ এম,এল) আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য- ১০ কোটি ৪২ লক্ষ ৫৬ হাজার ৪০০ টাকা।
বিজিবি জানায়, আসামী সিনবাদ সা¤প্রতিক একটি হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী ( আশ্রয়ন বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকায় গত জুন মাসে জনৈক মোহন হত্যা) এবং এলাকার কুখ্যাত মাদক ও চোরাকারবারি।
এছাড়াও গত শুক্রবার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৭/২-১এস হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিপাড়া নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বাংলাদেশী নাগরিক মোঃ স্বপন মন্ডল (২৩), মোঃ শরিফুল ইসলাম (৩৫) এবং মোঃ রাসেল (২০) কে ৫৪ বোতল ফেন্সিডিল এবং ২টি মোবাইলসহ আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মুল্য ৫৩ হাজার ৬০০ টাকা।
একইদিন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় মিরপুর উপজেলার গোবিন্দপুর হাইওয়ে সড়কে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে ৫৩৬০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৯৪ হাজার ৮০০ টাকা। এছাড়াও কুষ্টিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মিরপুর উপজেলার গোবিন্দপুর হাইওয়ে সড়কে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ ৪০০ কেজি কারেন্ট জাল উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৬ লক্ষ টাকা।
এদিকে, গত ১৫ আগস্ট শুক্রবার কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮১/১-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আতারপাড়া নামক স্থান বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪.৬০০ কেজি কারেন্ট জাল এবং ১৯৮০ পিস সিলডিনাফিল ট্যাবলেট আটক করতে সক্ষম হয় বিজিবি। যার আনুমানিক সিজার মুল্য ৬ লক্ষ ১২হাজার ৪০০ টাকা।
এ ছাড়ারও কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৪৪/-৩ এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হাড়াভাঙ্গা মাঠ নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৫০ গ্রাম হেরোইন আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মুল্য ৩ লক্ষ টাকা।
আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালানী মালামালের সর্বমোট সিজার মূল্য-১০ কোটি ৭১ লক্ষ ১৭ হাজার দুইশত টাকা। আটককৃত আসামীদের মাদকদ্রব্য এবং অস্ত্রসহ বিধি মোতাবেক দৌলতপুর থানায় মামলা দায়ের করে হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মালিকবিহীন অবস্থায় আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল ধ্বংসের জন্য ব্যাটালিয়ন মাদক ষ্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে বিজিবি নিশ্চিত করেছে।