পটুয়াখালী প্রতিনিধি।
পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীর কারণে মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন লোকমান সরদার (৩২) নামের এক দর্জিদোকানি। শনিবার (১৬ আগস্ট) রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারসংলগ্ন ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
লোকমান সরদার পশ্চিম সোনাতলা গ্রামের জাকির সরদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পাখিমারা বাজারে একটি দর্জির দোকান চালাতেন। মৃত্যুর আগে একটি চিরকুটে তিনি উল্লেখ করেন, স্ত্রী তাকে ভালোবাসেন না এবং অর্থাভাবের কারণে তাকে ছেড়ে যেতে পারেন—এমন আশঙ্কায় তিনি জীবন শেষ করেছেন।
পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি। পরে ঘরে ঢুকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
হঠাৎ এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিচিতজনরা জানান, লোকমান ছিলেন শান্ত স্বভাবের ও পরিশ্রমী যুবক। তার মৃত্যুতে হতবাক হয়ে পড়েছেন সবাই।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, “লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।