বিডিটেলিগ্রাফ ডেস্ক।
বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ ১৮ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (১৭ আগস্ট) মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(গ) অনুযায়ী ‘পলায়ন’ অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২(১) ধারা অনুসারে তাদের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার সঞ্জিত কুমার রায়, সাবেক যুগ্ম কমিশনার রিফাত রহমান শামীম, খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার হাসান আরাফাত, রাজশাহীর পুলিশ একাডেমির ডিআইজি সৈয়দ নুরুল ইসলামসহ বিভিন্ন স্থানে কর্মরত কর্মকর্তারা।
বরখাস্তকালীন সময়ে তারা খোরপোশ ভাতা পাবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে এ আদেশ কার্যকর করা হয়েছে।