নিজস্ব প্রতিনিধি। সাতক্ষীরার শ্যামনগরে মুন্সিগঞ্জ ইউনিয়নে উপকূল রক্ষা বেড়িবাঁধ ছিদ্র করে বসানো অবৈধ পাইপ উচ্ছেদ করেছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ও প্রশাসন।
সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের এসব অবৈধ পাইপ অপসারণের করা হয়। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী ফরিদুল ইসলাম,স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বারগণ সহ অন্যান্য কর্মচারী বৃন্দ।
উপ-সহকারী প্রকৌশলী ফরিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে বাঁধের ভেতর দিয়ে এ পাইপগুলো ব্যবহার করে চিংড়ি ঘের মালিকরা ঘেরে পানি তুলে আসছিলেন, যা বাঁধের স্থায়িত্বের জন্য হুমকি স্বরূপ। বাঁধের স্থায়িত্ব রক্ষার্থে এসব অবৈধ পাইপ অপসারণ করা হচ্ছে।