বিডিটেলিগ্রাফ ডেস্ক।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কেন্দ্রীয় ভর্তির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
শিক্ষার্থীরা xiclassadmission.gov.bd ওয়েবসাইটে ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ফলাফল দেখতে পারবেন। একইসঙ্গে আবেদনকারীর মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল পাঠানো হচ্ছে।
ফলাফলে স্থান পাওয়া শিক্ষার্থীদের নির্ধারিত নিশ্চায়ন ফি জমা দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে। এজন্য বিকাশ, সোনালী ই-সেবা, সোনালী ওয়েব, ইউসিবি উপায়, ডিবিবিএল রকেট, ওয়ান ব্যাংক ওকে ওয়ালেট, ট্রাস্ট ব্যাংক ট্যাপ ও নগদসহ বিভিন্ন মাধ্যমে ৩৩৫ টাকা পরিশোধ করতে হবে। ফি প্রদানের বিস্তারিত নির্দেশনা ওয়েবসাইটে দেওয়া আছে।