অভয়নগর প্রতিনিধি।
যশোরের অভয়নগরে প্রতিবন্ধী ভ্যানচালক লিমন হত্যা মামলার প্রধান আসামি বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ আগস্ট) নুরবাগ এলাকা থেকে সিসি ক্যামেরা ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, বিল্লাল ১১ আগস্ট রাতে লিমনকে বেশি ভাড়ার প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর লিমনের ভ্যান ভেঙে ঘরের ভেতর মাটির নিচে লুকিয়ে রাখে এবং ব্যাটারিগুলো চাকই বাজারের এক ব্যবসায়ীর কাছে ১০ হাজার টাকায় বিক্রি করে।
হত্যার মূল উদ্দেশ্য ছিল বিদেশে যাওয়ার জন্য অর্থ সংগ্রহ। গ্রেপ্তারের পর বিল্লালের দেওয়া তথ্যে লিমনের ভ্যানের খণ্ডিত অংশ ও ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ। আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।