পটুয়াখালী প্রতিনিধি।
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের গঙ্গামতি এলাকায় সমুদ্র থেকে ভেসে আসা অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে খবর দিলে কুয়াকাটা নৌ পুলিশ ঘটনাস্থল থেকে তা উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহটির বয়স প্রায় ৩৫ বছর এবং এটি লাল কম্বল মোড়ানো অবস্থায় ছিল। এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে সৈকতে ঘুরতে গিয়ে তারা প্রথমে কম্বল মোড়ানো কিছু ভেসে আসতে দেখেন। কাছে গিয়ে বুঝতে পারেন এটি একটি মরদেহ।
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, মরদেহ থানায় আনা হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।